Wellcome to National Portal
Main Comtent Skiped

Future Plane

জয়পুরহাট জেলার পানি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা ও টেকসই উন্নয়ন সাধন। নদী, খাল খনন এবং বন্যা নিয়ন্ত্রন বাঁধ রক্ষণাবেক্ষনের মাধ্যমে বন্যা, খরা, জলাবদ্ধতার বিরূপ প্রভাব মোকাবেলা ও প্রাকৃতিক পরিবেশের যথাযথ ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি, মৎস্য, বন ইত্যাদি ক্ষেত্রে টেকসই উন্নয়ন সাধন করা। এক্ষেত্রে পানি উন্নয়ন বোর্ড, জয়পুরহাট এর ভবিষ্যৎ পরিকল্পনাগুলো নিম্নরুপঃ

(১) প্রকল্পের নামঃ জয়পুরহাট জেলায় তুলশীগঙ্গা নদীতে একটি পানি সংরক্ষণ অবকাঠামো নির্মান, তুলশীগঙ্গা ও ছোট যমুনা নদীতে স্থায়ী তীর প্রতিরক্ষা কাজ সহ সমাপ্ত প্রকল্পের পুনর্বাসন।

প্রকল্পের উদ্দেশ্যঃ পানি সংরক্ষণ অবকাঠমো নির্মাণ করে পানি ধারন করে সেচ সুবিধা বৃদ্ধি, পাশাপাশি স্থায়ী নদীতীর প্রতিরক্ষা কাজ বাস্তবায়নের মাধ্যমে নদী ভাঙ্গন রোধ ও সমাপ্ত প্রকল্পের পুনর্বাসনের মাধ্যমে এলাকার বন্যা নিয়ন্ত্রন ও নিস্কাশন ব্যবস্থার উন্নয়ন।

পানি সংরক্ষণ অবকাঠামো (রাবার ড্যাম) নির্মান, স্থায়ী তীর প্রতিরক্ষা কাজ, পানি নিয়ন্ত্রণ/নিষ্কাশন অবকাঠামো নির্মান, বাঁধ পুনরাকৃতিকরণ, সমাপ্ত প্রকল্পের পুনর্বাসন ইত্যাদি


(ক) সমাজের সকল স্তর, শ্রেণী ও পেশার লোকজনের অংশগ্রহণ ও জীবন মান উন্নয়ন নিশ্চিত করা;

 

(খ) স্বচ্ছতা, জবাবদিহীতা এবং আইনের পূর্ণ বাস্তবায়নের মাধ্যমে প্রকল্প ব্যবস্থাপনায় সুশাসন প্রতিষ্ঠা;

(গ) সকল শ্রেণী ও পেশা, বিশেষত দরিদ্র জনগনের জন্য কার্যকর ও দক্ষ সেবা প্রদান;

(ঘ) দারিদ্র হ্রাস;

(ঙ) খাদ্য নিরাপত্তা প্রদান;

(চ) প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষা;

 (ছ) পরিবেশবান্ধব টেকসই উন্নয়ন কৌশল অনুসরণ।